বিশ্ববিখ্যাত টেনিস তারকা রাফায়েল নাদাল অবশেষে বিয়ে করলেন ছেলেবেলার সঙ্গী জিসকা পেরেলোকে।
তাদের মধ্যে গত ১৪ বছর ধরে প্রণয় চলছে। ম্যালোরকার এক প্রসাদে সাড়ে তিনশ বনেদী অতিথি নিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয়। শনিবার ক্লে কোর্টের কিং ম্যালোরকার এক অসাধারণ দুর্গে তার ১৪ বছরের সঙ্গী জিসকা পেরেলোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। খবর রয়টার্সের।
এছাড়াও তারকা শেফ মিশেলিন অনুষ্ঠানের ভূরিভোজের দায়িত্বে ছিলেন। ৩৩ বছর বয়সী নাদালের ছোট বোন মারিবেলের বন্ধু ছিলেন তার স্ত্রী। বোনের মাধ্যমেই দুজনের পরিচয়, তার পর প্রেম এবং এখন বিয়ে পর্যন্ত গড়িয়েছে তাদের সম্পর্ক।