Saturday, November 23, 2019

আসছে 'দাবাং ৩’!


বলিউডের পুলিশ চরিত্র গুলোর মধ্যে অন্যতম হচ্ছে সালমান খানের 'চুলবুল পান্ডে'। ২০১০ সালের ঈদুল ফিতরে এই চরিত্রের মাধ্যমে দাবাং সিরিজের প্রথম কিস্তি মুক্তি পায়। মাসালা জনরার হওয়ায় ছবিটি তুমুল দর্শকপ্রিয়তা পায় এবং বক্স অফিসে ব্লকবাস্টার হয়। চিত্রনাট্যের পাশাপাশি মুভিটি পরিচালনা করেছিলেন আভিনাব কাশ্যপ। এই সাফল্য বজায় রেখে ২০১২ সালের ক্রিস্টমাসে দাবাং সিরিজের সিকুয়েল দাবাং ২ মুক্তি পায়। এই ছবিটির পরিচালনায় ছিলেন প্রযোজক আরবাজ খান। চিত্রনাট্য সমালোচিত হওয়ার পরও বক্স অফিসে সফলতা পেয়েছিল। এবার আসছে সিরিজের ৩য় কিস্তি দাবাং ৩। ছবিটির পরিচালনায় আছেন সালমানের অন্যতম সফল ছবি 'ওয়ান্টেড ' এর পরিচালক প্রাভু দেভা। বরাবরের মত আছেন সোনাক্ষি সিনহা। ছবিটির ট্রেইলার প্রকাশিত হওয়ার পর সবাই ছবিটির ভিলেন সুদীপ কে নিয়ে অনেক আশাবাদী। এখন ২০ ডিসেম্বর ছবিটি মুক্তির অপেক্ষায় বলিউডপ্রেমীরা....
-আতিক আলম

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.