Wednesday, November 27, 2019

৬৩ রানে আজ ৫ বছর ধরে অপরাজিত ফিলিপ হিউজ


২০১৪ সালের ২৫ নভেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ড ম্যাচে মুখোমুখি হয় সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস। দুই দলের মধ্যকার ম্যাচে ব্যাট করছিলেন সাউথ অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটসম্যান ফিলিপ হিউজ।

ম্যাচ চলাকালে নিউ সাউথ ওয়েলসের পেসার শিন অ্যাবোটের একটি বল হিউজের হেলমেটের নিচ দিয়ে কানের ঠিক নিচে লাগে।  এ সময় তিনি মাটিতে পড়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার পরিবর্তন না হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মাঠ ছাড়ার আগে ৬৩ রানে অপরাজিত ছিলেন হিউজ।

এরপরে হাসপাতালের বিছানায় কোমায় থেকেই ফিলিপ হিউজের মৃত্যু হয়। পরে মেডিকেলের ভাষায় জানানো হয়, বলটি হিউজের মস্তিষ্কে রক্ত সরবরাহ করা ধমনীতে আঘাত করলে সেই ধমনী ছিন্ন হয়ে যায় (vertebral artery dissection)। এরফলে রক্ত জমাট বেঁধে গিয়ে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে ব্রেইন হ্যামারেজে মৃত্যু হয় তার। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.