‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই দৃশ্যটির কথা মনে আছে! প্রসব বেদনায় ছটফট করছেন এক নারী। বাইরে তুমুল বৃষ্টি। হাসপাতালে নেওয়া সম্ভব হয় না তাকে। আমির খান ঝুঁকি নিয়ে প্রসব করার শিশুটিকে। মায়ের দৃশ্যে অভিনয় করা মেয়েটি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মোনা সিং।
‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই মোনা সিং বিয়ে করলেন । গত শুক্রবার মুম্বাইয়ে জুহু মিলিটারি ক্লাবে সাদা মাটা আয়োজনে বিয়েটা সেরে ফেললেন মোনা।