কতদিন কেটে গেলো তোমায় না দেখে কতরাত পার হলো তোমায় পাশে না পেয়ে মাঝে
মাঝে মনে হয় যদি দেখাতে পারতাম কতো ভালোবাসি তোমাকে। যেদিকে তাকাই
সেদিকে দেখি তোমার সেই প্রতিচ্ছবি মনে পড়ে
যায় মেইন স্টিট এ প্রথম ভালোবাসেছিলাম তোমায়।
আঁধারে ঘেরা আমার এই দুনিয়ায়
আঁধারে ঘেরা আমার এই দুনিয়ায়
আলো দিয়ে ভরে দিলে তুমি ঘোলাটে মেঘলা আকাশে আমার রংধনু হয়ে এলে তুমি।
জানলার পাশে যখনই রাগ করে কাদতে বুঝতে পারিনি জমে কতরাগ সেই বুকে সময়ের
কাঁটা যদি ঘুরিয়ে দিতে পারতাম দেখতে আমার আদর কিভাবে। জড়িয়ে তোমায়
হদয়ে রেখে কষ্ট গুলো মুছে দিয়ে তুমি আমার ভোরেরই আলো তোমাতেই বেধে নিলে।
শুধু তোমায় কাগজে লিখে সাজিয়েছি কবিতায় কবিতায়
জোসনার রাত আর সবকিছু আজ তোমার সেই প্রতীক্ষায়।
যেদিকে তাকাই সেদিকে দেখি তোমার সেই প্রতিচ্ছবি.
মনে পড়ে যায় মেইন স্ট্রিট এ প্রথম ভালোবেসেছিলাম তোমায়। আঁধারে ঘেরা
আমার এই দুনিয়ায় আলো দিয়ে ভরে দিলে তুমি ঘোলাটে মেঘলা
আকাশে আমার রংধনু হয়ে এলে তুমি। কেঁদো না দেখো এই যে আমি.
হাত তোমার ধরে রেখেছি আপ্পি তুমি আমার আপ্পি চোখ খুলে দেখো এই যে...
Artist - Stoic Bliss Band - স্টুইক ব্লিস ব্যান্ড