সময়টা বড্ড বাজে যাচ্ছে মোস্তাফিজের। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিম্যাচেই দুই হাত খুলে রান দিচ্ছেন। তবু উইকেটের দেখা পাচ্ছেন না তিনি। সেই সঙ্গে হালকা, ছোটখাটো চোট লেগেই আছে।
স্বভাবতই ফিজকে নিয়ে শংকা থাকছে। কিন্তু বিসিবি আত্মবিশ্বাসী দ্রুত ফর্মে ফিরবেন তিনি। সেই কারণেই তাকে ২০২০ আইপিএলের নিলামে নাম লেখানোর অনুমতি দিয়েছে বোর্ড।
এরই মধ্যে মাল্টি মিলিয়ন ডলারের এ লিগের প্লেয়ার্স ড্রাফটের জন্য রেজিস্ট্রেশন করেছেন মোস্তাফিজ। আগামী ১৯ ডিসেম্বর সিটি অব জয়খ্যাত কলকাতায় বসবে এবারের আইপিএলের নিলাম। তাতে উঠছেন বাংলাদেশের আরো ৫ ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল,মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।