Tuesday, January 21, 2020

ক্যালিপ্সো এবং ডেভি জোন্সের প্রেমের কাহিনী


পাইরেটস অফ দ্যা ক্যারাবিয়ান মুভি আমরা অনেকেই দেখেছি।পুরো মুভি সিরিজ তৈরী হয়েছে একই নামের একটি রূপকথার বই সিরিজের উপর ভিত্তি করে।এই মুভি সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় মুভিতে আমরা ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন এবং এই মুভি সিরিজের সবচেয়ে ভয়ংকর ভিলেন ডেভি জোন্সের দেখা পাই,যে কি না প্রচন্ড জেদী,বদমেজাজী,নির্দয় এবং নিষ্ঠুর হিসেবে পর্দায় চিত্রিত হয়েছে।কিন্তু,মুভিতে ডেভি জোন্সকে যেভাবে দেখানো হয়েছে,বইতে তার এমন হয়ে ওঠার পিছনের কাহিনী উঠে এসেছে।সেই কাহিনী অনেক বেশি হৃদয়স্পর্শী এবং কষ্টের।

ডেভি জোন্স ছিলো ক্যারিবিয়ান সাগরের সবচেয়ে দক্ষ ক্যাপ্টেন এবং নাবিক।ঘটনাচক্রে তার সাথে পরিচয় হয় সাগরের একজন দেবী ক্যালিপ্সোর সাথে।ক্যালিপ্সো এবং ডেভি জোন্স একে অন্যের প্রেমে পড়ে।ক্যালিপ্সো ডেভি জোন্সকে তার অনেক গোপন কথা বলে দেয়।এক পর্যায়ে,ডেভি জোন্সের মৃত্যুর কথা স্মরণ করে শংকিত হয়ে ক্যালিপ্সো ঠিক করে,ডেভি জোন্সকে এমন দায়িত্ব সে দেবে,যেন ডেভি জোন্স সহজে মারা না যায়।সেইজন্য ক্যালিপ্সো তাকে ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন বানায় এবং দায়িত্ব দেয় যে,সাগরে যারা মারা যায়,তাদের আত্মাকে ডাচম্যানে করে অন্য ভুবনে পৌছে দেবার।তবে এখানে শর্ত থাকে এই যে,ডেভি জোন্স ক্যালিপ্সোর সাথে দেখা করার সুযোগ পাবে দশ বছরে মাত্র একদিন।সেদিন সারাদিন তারা একসাথে থেকে সূর্যাস্তের পর আবার আলাদা হবে এবং জোন্স সাগরে চলে যাবে।ডেভি জোন্স এই প্রস্তাব মেনে নেয় এবং সে ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেনের দায়িত্ব নেয়।দশ বছর তার দায়িত্ব পালনের পরে জোন্স একদিন সাগরের উপরে উঠে আসে এবং ক্যালিপ্সোর জন্য অপেক্ষা করতে থাকে।কিন্তু,সেদিন কোনো এক কারণে ক্যালিপ্সো তার সাথে দেখা করতে পারে নি।সারাদিন অপেক্ষার পরেও যখন ক্যালিপ্সো আসে না,তখন ডেভি জোন্সের হৃদয় ভেঙ্গে যায়।সে মনে করে,ক্যালিপ্সো তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে।তাই,রাগে-দুঃখে-ঘৃণায় ডেভি জোন্স প্রতিশোধ নিতে চায় ক্যালিপ্সোর উপর।ক্যালিপ্সো ডেভি জোন্সের সাথে তার অনেক গোপন কথা বলেছিলো।সেগুলোর মধ্যে একটি হলো,তাকে মানুষ বানিয়ে বন্দি করে রাখার পদ্ধতি।ডেভি জোন্স ঠিক করে,সে এই গোপন কথাটা ক্যালিপ্সোর শত্রুদের বলে দেবে।সে গোপনে জলদস্যুদের সভা ডাকে এবং সেখানে ক্যালিপ্সোকে মানুষের শরীরে বন্দি করার উপায় বলে দেয়।

জলদস্যুরা নিজেদের লাভের কথা চিন্তা করে ক্যালিপ্সোকে মানুষের শরীরে বন্দি করতে রাজি হয়।তারা ক্যালিপ্সোকে মানুষ বানিয়ে একটি দ্বীপে পাঠিয়ে দেয়।ক্যালিপ্সো সমুদ্রের অনেক গোপন কথা জানতো।তাই,জলদস্যুরা বিভিন্ন জিনিসের বিনিময়ে তার কাছ থেকে বিভিন্ন সুবিধা নিতো।বিভিন্ন তথ্য,জাদুটোনার সাহায্য নিতো তারা ক্যালিপ্সোর কাছ থেকে।ক্যালিপ্সো তখন পরিণত হয় তাদের জন্য একজন জাদুকর ডাইনীতে,যে কি না বিভিন্নভাবে জলদস্যুদের সাহায্য করতো,আবার কাউকে বিপদে ফেলতো।এর মাঝে একদিন ডেভি জোন্স নিজের ভুল বুঝতে পারে।কিন্তু ততোদিনে কনেক দেরী হয়ে গেছে।ক্যালিপ্সো তাকে আর চায় না তখন।তাদের মধ্যে তখন এমন এক দূরত্ব,যেটা কমানোর আর উপায় নেই।ডেভি জোন্স তখন আত্মা পারাপারের কাজ ছেড়ে নিজের জাহাজের ক্রু বাড়াতে থাকে।ডাচম্যান জাহাজ নিয়ে সে দূর্ঘটনায় পড়া জাহাজে যেতো,আর সেখান থেকে বেচেঁ থাকা নাবিকদের দুটো চয়েজ দিতো।এক.তার জাহাজে একশো বছর কাজ করা।দুই.মৃত্যু।যারা কাজ করতে চাইতো না,তাদের ডেভি জোন্স মেরে ফেলতো। এভাবে সে ত্রাসের রাজত্ব কায়েম করে।সাগরের সবাই তাকে খুব ভয় পেতে শুরু করে তখন।

ডেভি জোন্স নিজের কাছে ভালোবাসার কিছু নিদর্শন রেখেছিলো।সেগুলো একটি ছোট সিন্দুকে থাকতো।সেই সিন্দুকের নাম ছিলো "ডেড ম্যান'স চেস্ট"।সেখানে ছিলো ক্যালিপ্সোকে লেখা চিঠি আর অন্যান্য উপহার সামগ্রী।ডেভি জোন্স সেই সিন্দুকে তার নিজের হৃদপিন্ড কেটে রেখে দেয়। আর বলে দেয়,সেই হৃদপিন্ডে কেউ ছুরি বসালেই কেবল ডেভি জোন্সের মৃত্যু হবে।নয়তো অন্য কোনো উপায়ে তাকে মারা যাবে না।সেই সিন্দুক সে দূর্গম এক দ্বীপে(আইলা অফ ক্যারাকাস) লুকিয়ে রাখে,যার খোঁজ সে ছাড়া আর কেউ জানতো না।আর,সেই সিন্দুকের চাবি সে রাখে নিজের কাছে।

ডেভি জোন্স সমুদ্রে থাকতে থাকতে তার শরীরে বিভিন্ন প্রাণী থাকা শুরু করে বা তার শরীরে বিভিন্ন প্রাণী জন্মায়।হাতে কাকড়ার মতো দাঁড়া যোগ হয়।মাথায় অক্টোপাস বসে।সে তখন দেখতে হয় বিকট দর্শন কোনো দানবের মতো।তার সব নাবিকের গায়েও বিভিন্ন সামুদ্রিক প্রাণী বাসা বানায়,জন্মায়।তার কারণে তার লোকদের আর মানুষ বলে চেনা যায় না।সমুদ্রে থাকতে থাকতে ডেভি জোন্স সমুদ্রের দানব ক্র্যাকেনকে বশ করে।তাকে নিজের পোষা প্রাণী বানায়।সময়ে সময়ে সে ক্র্যাকেন কে তার শত্রু জাহাজের বিপক্ষে লেলিয়ে দিতো।

তবু,রাতে যখন সব চুপ হয়ে যেতো,মাঝে মাঝে ফ্লাইং ডাচম্যানের ক্যাপ্টেনের ঘর থেকে পিয়ানোর করুণ সুর বেজে উঠতো।রাতে যখন ডেভি জোন্স তার পুরোনো স্মৃতি রোমন্থন করতো,তখন সে মনের দুঃখে পিয়ানো বাজাতো।তার মনের কষ্ট পিয়ানোর সুরে বেজে উঠতো।

ডেভি জোন্স ক্যালিপ্সোকে প্রচন্ড ভালোবাসতো।তাই,সে সামান্য অবহেলাও নিতে পারে নি।এই অবহেলা তাকে প্রতিশোধপরায়ণ করে তোলে।ভাবতে শেখায়,ক্যালিপ্সো বিশ্বাসঘাতকতা করেছে।তখন সে তাকে ঘৃণা করতে শুরু করে।ওদিকে,ক্যালিপ্সোও ডেভি জোন্সকে অনেক ভালোবাসতো।কিন্তু,ডেভি জোন্সের সাথে ভুল বোঝাবুঝিতে তার সাথে ডেভি জোন্সের সম্পর্কের ইতি ঘটে।সেখানে জায়গা করে নেয় ঘৃণা।ক্যালিপ্সো আর ডেভি জোন্স একে অপরকে প্রচন্ড ঘৃণা করলেও,সেই ঘৃণার পিছনে লুকানো থাকতো ভালোবাসা,যার টান তারা ফেলতে পারতো না।সত্যি বলতে,বাস্তব জীবনে এমন প্রচুর কাপল বা জুটি পাওয়া যায়,যারা এক সময়ে একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসতো।কিন্তু,পরে সেটা তিক্ততায় মোড় নেয়।সেই তিক্ততা একদিন ঘৃণার জন্ম দেয়,যে ঘৃণা দুইজনকে অনেক অনেক দূরে সরিয়ে দেয়।শেষে দুইজনের মাঝে ঘৃণা টিকে থাকে।আর,সেই ঘৃণার পিছনে লুকানো থাকে হারিয়ে ফেলা ভালোবাসা!ডেভি জোন্স আর ক্যালিপ্সোর কাহিনীটা সেই ভালোবাসার এক অসাধারণ রূপক গল্প,যেটা রূপকথার পাতায় দারুণভাবে উঠে এসেছে।
লিখেছেনঃ MD K N Rabby

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.