Tuesday, January 21, 2020

বৃদ্ধাকে হজে যাওয়ার খরচা দিলেন তুরস্ক সরকার


ছবির এই বৃদ্ধ লোকটি ঘানার এক ছোট্ট গ্রামের
বাসিন্দা।
সেখানে তুরস্কের এক নিউজ চ্যানেল তাদের
ড্রোন দিয়ে ভিডিও করছিলো, দুর্ঘটনাবসত ড্রোনটি এই
বৃদ্ধ লোকের বাড়ীর সামনে গিয়ে পড়ে।

সাংবাদিক তড়িঘড়ি করে তাদের ড্রোন ফেরত আনতে গিয়ে দেখে,
ড্রোনটি এই বৃদ্ধ লোকের হাতে (ছবির বাম পাশে)।

সাংবাদিককে ড্রোনটি দেখিয়ে বৃদ্ধ তার এক আবেগঘন
ইচ্ছের কথা জানায়। সে জিজ্ঞেস করে,
"আচ্ছা, তোমাদের এই ড্রোনটি কি আরো বড় হতে পারে
না, যাতে আমি এটাতে চড়ে হজে যেতে পারি!"
.
দরিদ্র বৃদ্ধের এই হৃদয়ছোঁয়া আকুতি নিয়ে সাংবাদিক
ছবিসহ টুইটারে পোস্ট করলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে
যায়।

সেটা তুরস্কের সরকারের নজরে আসলে তারা এই
বৃদ্ধকে সরকারি খরচে এই বছর হজে পাঠানোর ব্যবস্থা
করে। কয়েক বচর আগের ঘটনাটি. তবে এটি সত্য। ও
শিক্ষনীয়.
.
এভাবেই আল্লাহ্ তার একনিষ্ঠ বান্দাদেরকে তার ঘরের
মেহমান করে নেন। যা হয়তো তার বান্দারা কখনো
চিন্তাও করেনি সেভাবে আল্লাহ্ তার বান্দাদের মনের
ইচ্ছেগুলো পূরণ করেন।

তাই আল্লাহর কাছে কিছু চাইবার
সময় একনিষ্ঠ এবং তাকওয়া অবলম্বন করাটাই মূল কাজ।
আল্লাহ্ সেই ইচ্ছেকে কীভাবে পূরণ করবেন সেটা হয়তো
আমরা চিন্তাও করতে পারবো না।
.
আল্লাহ্ আমাদের ইচ্ছেগুলোও এভাবে পূরণ করুন। আমীন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.