Friday, November 29, 2019

অমিতাভ বচ্চন মনে করেন তাঁর শরীর তাঁকে অবসর নেওয়ার বার্তা দিচ্ছে


তাঁর বাকেটে পূর্ণ হয়েছে ৫০ বছরেরও বেশি সময় । মেগাস্টার অমিতাভ বচ্চন মনে করেন যে তাঁর শরীর তাকে অবসর নিতে বলছে।

বৃহস্পতিবার সকালে, ‘শোলে’ অভিনেতা তার টাম্বলার ব্লগে প্রকাশ করেছিলেন যে তাঁর দেহ তাকে অবসর নেওয়ার বার্তা পাঠাচ্ছে।

বর্তমানে মানালিতে আছেন বচ্চন । যেখানে তিনি আলিয়া ভট্ট এবং রণবীর কাপুরের সাথে অয়ন মুখার্জি'র 'ব্রহ্মাস্ত্র' এর শিডিউলের শুটিং করবেন।
 তিনি শহরের প্রশংসা করে লিখেছিলেন, "প্রশান্তি .. সতেজতা এর সারমর্ম .. শীতের অনুভূতি, শুকনো আশা বায়ু .. এবং আজ সকাল ৫ টার পরে একটি বিশ্রাম .. সেখানে প্রচুর বিনীততা এবং আনন্দ উত্সাহের আনন্দ পথ আছে .. ছোট শহরটির সরলতা মহান .. যেমন উদার আতিথেয়তা" ।

উল্লেখ্য যে, অমিতাভ বচ্চনকে আগামী বছরে ‘ঝুন্ড’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘চেহরে’ এবং ‘গুলাবো সিতাবো’ ছবিতে দেখা যাবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.