Saturday, November 30, 2019

মুক্তি পেল 'ন ডরাই'


২০১৯ সাল দেশি চলচ্চিত্রের জন্য এক ঘটনাবহুল বছর ছিল। পাসওয়ার্ড ও সাপলুডুর মত ব্যবসাসফল ছবির পাশাপাশি ফাগুন হাওয়ায় ও মায়াবতীর মত ভিন্ন ধারার ছবিও আমরা এবছর পেয়েছি। গুণী নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকীর বহুল প্রতীক্ষিত ছবি 'শনিবার বিকেল' সেন্সরবোর্ডে অর্থহীন ভাবে আটকে যাওয়ায় চলচ্চিত্র প্রেমীরা হতাশ হয়। গত বছরের তুলনায় এবছর মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যাও কম। কিন্তু সম্প্রতি ২৯শে নভেম্বর স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি 'ন ডরাই' দেশের প্রেক্ষাগৃহ গুলোতে মুক্তি পায়। সার্ফিং এর মত রোমাঞ্চকর বিষয়কে ভিত্তি করে এ প্রথম কোনো বাংলাদেশি ছবি মুক্তি পায়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ছবিটির ট্রেইলার প্রকাশের পরপরই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। অসাধারণ সিনেমাটোগ্রাফি দেখলে বুঝা যায় কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। কিছু গালিগালাজপূর্ণ শব্দের কারণে সেন্সরবোর্ডের বিভিন্ন ঝামেলা কাটিয়ে অবশেষে ছবিটি মুক্তি পায়। ছবিটির মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন সুনেরা বিনতে কামাল, শরিফুল রাজ ও সাঈদ বাবু। ছবিটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা তানিম রহমান অংশু।
-আতিক আলম

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.