Saturday, November 30, 2019

নিলামে 'মোনা লিসার' রেপ্লিকার দাম উঠলো ৫৫২,৫০০ ইউরো


গত ২৬ তারিখ মঙ্গলবার লিওনার্দো দ্যা ভিঞ্চির বিখ্যাত "মোনা লিসা" ছবিটির একটি রেপ্লিকা বা অনুলিপি প্যারিসের একটি নিলাম ঘরে বিক্রি হয়ে ৫৫২,৫০০ ইউরো বা ৬১১,৯৫০ ডলারে । যা ছবিটির জন্য ধরা প্রাথমিক দাম ৭০,০০০-৯০,০০০ ইউরোর চেয়ে অনেক-অনেক বেশি ।
এই রেপ্লিকাটি ১৭শ-শতাব্দিতে তৈরি করা হয়েছিলো ।

"মোনা লিসা" মূল ছবিটি যার উপর লিওনার্দো দ্যা ভিঞ্চি ১৫০৩ সালে কাজ শুরু করেছিলেন তা ২০০ বছরেরও বেশি সময় ধরে প্যারিসের লুভের যাদুঘরে সংরক্ষিত রয়েছে। এটি ফ্রান্সেস্কো জিয়োকন্ডোর নামক একজন রেশম ব্যবসায়ীর  স্ত্রী লিসা ঘেরার্ডিনীকে চিত্রিত করা হয়েছিলো ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.