Monday, December 30, 2019

এক গাছে ২০ মাথার ফুলকপি!


স্বাভাবিক নিয়মে একটি ফুল কপির গাছে একটি ফুলকপি ধরে থাকে । কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে খাগড়াছড়ির সীমান্তঘেঁষা পানছড়ি উপজেলায়। একটি বা দুটি নয়, ছোট-বড় মিলিয়ে এক গাছে বিশটি ফুলকপি ধরেছে। বিশ মাথার এই একটি ফুলকপি দেখতে সেখানে ভিড় জমিয়েছে উৎসোক জনতা ।
পানছড়ির তালুকদারপাড়ার কবির আহাম্মদ এলাকার কৃষক মো. আমিনুল হকের জমিতে বিরল এ ফুলকপিটি দেখতে পাওয়া গেছে।

শুধু বিশটি ফুলকপিই নয়, তার জমিতে ছয়টি ফুলকপি ধরেছে অপর একটি গাছে, যা ইতিমধ্যে তারা নিজেদের খাওয়ার জন্য উত্তোলন করেছেন বলেও জানিয়েছেন কৃষক আমিনুল হক।

জানা যায়, ফুলকপি শীতের অন্যতম প্রধান জনপ্রিয় সবজি। তরকারি বা কারি ও স্যুপ তরিকারিতে ফুলকপি উপদেয়। সালফার, পটাশিয়াম ও ফসফরাস খনিজ উপাদান সমৃদ্ধ ফুলকপি খুব লাভজনক। তাই ফুলকপি চাষে কৃষকের আগ্রহের কোনো কমতি নেই।
কৃষক আমিনুল হক জানান, দীর্ঘ বছর ধরে ফুলকপি চাষ করলেও এমন ঘটনা এবারই প্রথম। এর আগে এমন বিরল ফুলকপি কখনও দেখেননি বলেও জানান তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.