ঘটনাস্থল ইন্দোনেশিয়ার জাকার্তা। ছবিতে দেখা যাচ্ছে একটা সবুজ ব্যাঙ্গ।
ক্ষুধার্ত এসব ব্যাঙ্গের প্রিয় খাবার হল- গেছো ইঁদুর। মজার ব্যাপার হল- ক্ষুধার্ত ব্যাঙ্গটি তার চোয়াল খুলে ইঁদুরটিকে খেতে ধরে। ইঁদুর ভয়ে চোখ বন্ধ করে। যদি লাফ দিয়ে পালিয়েও যেতে চাইত, ব্যাঙ্গের লম্বা ইলাস্টিক জিহ্বা দিয়ে ধরেও ফেলত।
ঘটনা সবসময় লিনিয়ার হয় না। ব্যাঙ্গটি কী যেন ভেবে চোয়াল বন্ধ করে। ইঁদুরও একসময় বুঝে ফেলে,তার ভয়ের কিছু নেই। এরপর ইঁদুরটি আলতো করে ব্যাঙ্গের মাথায় হাত রাখে। চুমুও খায়।
-অসাধারণ মুহুর্তটি (BioDiversity) ধারণ করেছেন ফটোগ্রাফার Tanto Yensen